গোটা বিশ্বজুড়েই হু হু করে বাড়ছে বহুতলের সংখ্যা। ফলে লিফট ব্যবহার হচ্ছে সর্বত্র।
কিন্তু হঠাৎ যান্ত্রিক ক্রুটির জন্য যদি এই লিফটে কেউ আটকে পড়েন? কী হবে তখন
শহর কলকাতায় বাড়ছে লোডশেডিং-এর মাত্রা। এর জেরে লিফট থেমে গেলে কীভাবে সেখান থেকে বেরোবেন?
সবচেয়ে জরুরি এমন সময় মাথা ঠান্ডা রাখা। কারণ, আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে
লিফট বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আলো নিভে যায়। তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে নেবেন। দরজা খোলার জন্য কোনো সুযোগ পেলে তা ব্যবহার করতে হবে
যদি কোনও বোতাম চাপলে দরজা খুলে যায়, তাহলে আগে দেখতে হবে লিফটটি কোনও ফ্লোরে রয়েছে কি না। যদি না হয়, তবে তাড়াহুড়া করে বের হতে যাবেন না। সাহায্যের জন্য অপেক্ষা করুন।
যদি লিফটের দরজা খোলা না গেলে, দরজার পাশেই থাকা ‘অ্যালার্ম’ বাটনে চাপ দিন। বাইরে থেকে কারও সহযোগিতার জন্য অপেক্ষা করুন।
এখন বেশির ভাগ লিফটেই দুই দিক থেকে কথা বলা যায়, এমন স্পিকার অথবা ইন্টারকম থাকে। আটকা পড়লে বিল্ডিং-এর দায়িত্বে থাকা কারও না কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন।
যদি দেখেন কোনো একটি নির্দিষ্ট তলায় আপনি আটকে গেছেন, তাহলে দরজায় ধাক্কা দিন। বাইরে থেকে লিফট খোলা বেশ সহজ। সে ক্ষেত্রে বাইরে কেউ থাকলে তিনি আপনাকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে।