9 December 2023

BY- Aajtak Bangla

অসময়ের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা, আলু বাঁচাতে কী করবেন জেনে নিন

অকাল বৃষ্টিতে খেতে জল জমে যাওয়ায় কারণে আলুতে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টি ছাড়াও দোসর হয়েছে কুয়াশা।

বৃষ্টির দরুন খেতে জল জমে যাওয়ায় আলু পচে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এছাড়াও এই আবহাওয়াতে জমিতে ধসা রোগ দেখা দিয়েছে।

আলু বাঁচাতে কী করবেন জেনে নিন।

যে সমস্ত জমিতে জল জমে রয়েছে সেখানে আলু বীজে পচন ধরতে পারে। তাই দ্রুত জমির জল বের করে দিতে হবে। বীজ পচে গেলে নতুন করে আলু পাততে হবে।

যে সমস্ত জমিতে আলু গাছ বেরিয়ে গেছে। সেখানে বৃষ্টির ফলে ধসার আক্রমণ শুরু হতে পারে। তাই দ্রুত সেই সব জমিতে ছত্রাক নাশক স্প্রে করতে হবে।

 জমির কোনও অংশে একবার রোগ দেখা দিলে তা গাছের পাতার স্পর্শে, সেচের জলের মাধ্যমে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ে।

ধসার ক্ষেত্রে রোগগ্রস্ত গাছ দেখলেই জমি থেকে তুলে তা নষ্ট করে দিন।

আক্রান্ত জমিতে দেরি না করে ডাইমিথোমর্ফ ৯ শতাংশ এবং ম্যানকোজেব ৬০ শতাংশ এক সঙ্গে প্রতি লিটার জলে তিন গ্রাম করে স্প্রে করতে হবে।

অথবা ফেনামিন্ডন ১০ শতাংশ এবং ম্যানকোজেব ৫০ শতাংশ এক সঙ্গে গুলে প্রতি লিটার জলে তিন গ্রাম গুলে স্প্রে করতে হবে।

অথবা মেটাল্যাক্সিল ৮ শতাংশ এবং ম্যানকোজেব ৬৪ শতাংশ এক সঙ্গে প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে স্প্রে করতে হবে।

 এছাড়া জমিকে আগাছা মুক্ত রাখতে হবে। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে