17 SEP 2025
BY- Aajtak Bangla
পুজো আসছে, তাই চকচকে ত্বকের জন্য ওয়াক্সিং মাস্ট। অবাঞ্ছিত রোম তোলার জন্য পার্লারে গিয়ে কিংবা অনেকে বাড়িতেই ওয়াক্সিং করেন।
ওয়াক্সিং করলে চামড়ায় মারাত্মক টান পড়ে, একথা অস্বীকার করার উপায় নেই। ত্বক সেনসিটিভ হলে ওয়াক্সিং করলেই জ্বালা আরম্ভ হয়। লালচে ছোপও পড়ে কারও কারও।
অনেকেরই ওয়াক্সিং করার ১৫ মিনিটের মধ্যে ত্বকে প্রবল প্রদাহ শুরু হয়। ব়্যাশ বেরোতে শুরু করে।
ত্বক ঝকঝকে রাখতে হলে ওয়াক্সিং করানো ছাড়া উপায় নেই কিন্তু জ্বালা এড়াতে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ওয়াক্সিং করানোর ২৪ ঘণ্টা আগে স্ক্রাব করে নিন ত্বক। একইসঙ্গে ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করে নিন।
ওয়াক্সিংয়ের পর ত্বকে বরফ দিন। অথবা ঠান্ডা জলের ঝাপটাও দিতে পারেন। ওয়াক্সিং ত্বককে শুষ্ক করে দেয় তাই ময়েশ্চারাইজার বা লোশন মাখা উচিত।
ওয়াক্সিং করার পর কমপক্ষে একদিন গরম জলে স্নান করবেন না। ১২ ঘণ্টা পর্যন্ত ত্বকে কোনও মেক আপ, পারফিউম দেবেন না।
ওয়াক্সিংয়ের পর রোদে ঘুরলে অনেক সময়ে ত্বকে ব়্যাশ বেরোতে পারে।
তাই ওয়াক্সিংয়ের পর ২ দিন পর্যন্ত টাইট পোশাক পড়া উচিত নয়। ক্ষারযুক্ত সাবানও ব্যবহার করা উচিত নয়।