20 November, 2024
BY- Aajtak Bangla
এইডস ছাড়া নানা রোগ থেকে বাঁচায় কন্ডোন। অনেকেই জানেন না কী দিয়ে তৈরি হয় কন্ডোম।
অনেকেই ভাবেন, কন্ডোম বোধহয় প্লাস্টিকের তৈরি। তবে তা নয় কিন্তু।
ল্যাটেক্স দিয়ে তৈরি হয় কন্ডোম। ল্যাটেক্স একটি ঘন পদার্থ যা ক্রিমের মতো সাদা রঙের।
অবাক হবেন এটা জানলেও যে ল্যাটেক্স প্রাকৃতিক। একটি গাছ জোগান দেয় কন্ডোমের।
ল্যাটেক্সে আছে ৫০% জল, ৫০% রাবার। এটি প্রকৃতিতেই মেলে।
ল্যাটেক্স একটি সিন্থেটিক পদার্থ নয়। রাবার গাছের বাকলের নিচে মেলে ল্যাটেক্স। আহরণের নির্দিষ্ট পদ্ধতিও রয়েছে।
কীভাবে তরল ল্যাটেক্স কঠিন হয়? এতে রাসায়নিক মেশানো হয়। তখন এটি প্লাস্টিকের মতো হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিন্থেটিক ল্যাটেক্স তৈরি হয়। একে চুলকানি হতে পারে।
সিন্থেটিক ল্যাটেক্স কী? সব ল্যাটেক্স প্রাকৃতিক নয়। সিন্থেটিক এবং পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয়।
সিন্থেটিক ল্যাটেক্স ল্যাটেক্স রঙে ব্যবহার করা হয়। পোশাক তৈরি হয়। বিশেষ করে মেয়েদের প্যান্ট।