31 AUG, 2024

BY- Aajtak Bangla

কাচের ইংরেজি গ্লাস, তাহলে গ্লাসের বাংলা কী?

আমরা রোজকার জীবনে অনেক জিনিসকে বোঝাতে ইংরেজি ব্যবহার করি। সেই জিনিস বাংলা নামটা ব্যবহার করিনা।

যেমন আমরা গ্লাসে জল খাই। কিন্তু গ্লাস তো ইংরেজি শব্দ।

কখনও ভেবে দেখিনি গ্লাসের বাংলা কী? গ্লাসকে বাংলায় কী বলে?

আবার ইংরেজি Glass-র বাংলা হল কাচ।

কিন্তু জল খাওয়া গ্লাসের বাংলা কী আমরা জানি না।

তাহলে চলুন জেনে নেওয়া যাক।

গ্লাসের দুটি বাংলা প্রতিশব্দ আছে, পানপাত্র আর গেলাস৷ সাধারণত গ্লাস বলতে জলের গেলাস বোঝায়।

স্টিলের তৈরি গ্লাসকে বোঝাতে বলতে পারেন 'Steel-Glass'। 

কাচের গ্লাসকে আলাদা করে বোঝাতে হয়, সেক্ষেত্রে বলতে পারেন 'Crystal-Glass'।