BY- Aajtak Bangla

ঘরে হঠাৎ প্রজাপতি ঢুকে পড়লে কিসের ইঙ্গিত, জানুন

7 January 2025

বাড়ির চারপাশে প্রজাপতি উড়তে দেখা যায়। 

লোকে বলে, প্রজাপতি গায়ে বসলে নাকি বিয়ে হয় বা প্রেম আসে জীবনে। 

কিন্তু আচমকা ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে পড়া কি আদৌ শুভ?

জ্যোতিষ মতে, ঘরে আচমকা প্রজাপতি উড়তে থাকলে তা শুভ লক্ষ্মণ। 

 বাড়িতে প্রজাপতি এলে অতিথি সমাগম হয়। 

ঘরে প্রজাপতি উড়লে প্রেম আসতে পারে জীবনে। 

এছাড়া ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।