BY- Aajtak Bangla
21 January 2025
মাছ খেতে আমরা সকলেই প্রায় ভালবাসি। মাছ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারীও বটে।
তবে মাছ খেতে গিয়ে অনেক সময়ই আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। মাছের কাঁটা গলায় আটকে নানা সমস্যা হয়।
অনেকে মাছের কাঁটা খেয়ে ফেলেন। মাছের কাঁটা গিলে ফেলেন। ফলে পেটে চলে যায় কাঁটা।
মাছের কাঁটা পেটে চলে গেলে কী হয় জানানে...
বিশেষজ্ঞদের মতে, বড় মাছের কাঁটা গলায় আটকে গেলে তা বার করে নেওয়াই ভাল। . .
বড় মাছের কাঁটা পেটে চলে গেলে অন্ত্রে ছিদ্র হয়ে বিপজ্জনক সংক্রমণ হতে পারে। . .
আবার ছোট মাছের কাঁটা চিবিয়ে খেলে নানা উপকার পাওয়া যায়।
নিয়মিত মাছের কাঁটা খেলে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দূর হয়।
মাছের কাঁটা খেলে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভাল থাকে।