BY- Aajtak Bangla

চায়ের সঙ্গে এই ৩ খাবার খেলেই মরবেন, সতর্ক হন

28 January 2025

চা খেতে কে না ভালবাসেন বলুন! দিনের শুরু হোক কিংবা শেষ, এক কাপ চায়ে চুমুক দিতে অনেকেই পছন্দ করেন। 

অনেকেই শুধু চা খান না। চায়ের সঙ্গে টাও খান। কেউ চায়ের সঙ্গে বিস্কুট খান, আবার কেউ চায়ের সঙ্গে চানাচুর খান।

পুষ্টিবিদদের মতে, চায়ের সঙ্গে এই ৩ খাবার খেলেই বিপদ। জেনে রাখুন...

অনেকেই চায়ের সঙ্গে চিপস খান। চায়ের সঙ্গে চিপস খেতে ভাল লাগে ঠিক। তবে তে পেটের গোলমাল হতে পারে।

চায়ের সঙ্গে চিপস খেলে বদহজমের সমস্যা হতে পারে।  . .

চায়ের সঙ্গে পকোড়া খেলেও শরীর বিগড়োবে। এতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। . .

চায়ের সঙ্গে অনেকে কেক খান। এতেও শরীরে ক্যালোরি জমে।

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়াও ঠিক নয়। বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয়। যা শরীরের জন্য ভাল নয়।