08 MARCH, 2025
BY- Aajtak Bangla
স্বপ্নশাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের পিছনে একটা বিজ্ঞান থাকে৷ আপনি আপনার স্বপ্নে যা দেখেন, সেগুলির সমস্তকিছুরই অর্থ রয়েছে।
অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখি আমরা। সব স্বপ্ন কিন্তু ভাল হয় না। কিছু স্বপ্ন আতঙ্কের হয়।
অনেক সময় স্বপ্নে সাপকে দেখেন কেউ কেউ। স্বপ্নে সাপকে দেখা কি ভাল?
স্বপ্নশাস্ত্র মতে, কখনও যদি এক বার সাপের স্বপ্ন দেখেন, তা হলে রোজকার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনার কারণে হতে পারে।
কিন্তু যদি প্রায় রোজ দিন সাপের স্বপ্ন দেখেন, তা হলে তা অশুভ।
জ্যোতিষ মতে, সাপ কেতুর প্রতীক। তাই সাপের স্বপ্ন দেখলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পার।
স্বপ্নে ৯ বার সাপ দেখলে জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে।
সাপ হল কেতুর প্রতীক। সাধারণত এটি আপনার জীবনে নেতিবাচকতার ইঙ্গিত দেয়। কেতু জীবনে একাকীত্ব, বিচ্ছেদের অর্থ বয়ে আনে।