5 April, 2025

BY- Aajtak Bangla

সঙ্গিনী পালাচ্ছে, মানুষের এই ভুলেই সংকটে আরশোলার প্রেমজীবন

যৌন ক্ষমতা হারাচ্ছে আরশোলা। আর এজন্য দায়ী মানুষই। 

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, মানুষের কারণেই আরশোলার যৌন জীবন প্রভাব পড়েছে। 

কেন আরশোলা মিলনে অক্ষম হয়ে পড়ছে? তার হদিশও দিয়েছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

শুরুতেই জানা যাক কীভাবে আরশোলা মিলন করে। সঙ্গীনি খোঁজার সময় পুরুষ আরশোলার পিঠ থেকে গ্লুকোজ নিঃসরণ হয়।

স্ত্রী আরশোলারা তা দেখে আকৃষ্ট হয়। গ্লুকোজ বা সেই মিষ্টি তরল খেতে কাছে আসে স্ত্রী আরশোলা। ৯০ ধরে চলে সঙ্গম।

আরশোলা মারতে স্প্রে দেয় মানুষ। সেই কীটনাশকে থাকে গ্লুকোজ।

তাই এখন আর লোভে পা দিচ্ছে না স্ত্রী আরশোলারা। তারা পালিয়ে যাচ্ছে।

স্ত্রী আরশোলা একবার মিষ্টি স্বাদ পেলে পুরুষ সুযোগ দেয়। তখন স্ত্রী আর পালাতে পারে না। সেই সুযোগই দিচ্ছে না স্ত্রীরা।

গত ৩০ বছর ধরেই চলছে এই বিষয়টি। যাতে দেখা গিয়েছে, গ্লুকোজে বিতৃষ্ণা ধরে গিয়েছে স্ত্রী আরশোলার। পছন্দ করছে না তারা।

গবেষণায় দাবি করা হয়েছে, মানুষের বিভিন্ন আচরণে প্রভাব পড়ছে প্রাণীদের উপর। তারই একটি আরশোলার যৌনজীবন।