12 April,, 2024

BY- Aajtak Bangla

WhatsApp-এ যা ইচ্ছে, তাই পাবেন! Meta AI আপডেট পেয়েছেন?

হোয়াটঅ্যাপে এবার চালু হল মেটা এআই। হোয়াটসঅ্যাপে এবার চ্যাট করা যাবে এআই-এর সঙ্গেও।

শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করবে এই এআই। তবে এখনই সমস্ত ফোনে পাওয়া যাবে না এই ফিচার।

পাশাপাশি ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় এআই সাপোর্ট করবে না।

এআই-এর চ্যাটে আপনি যা চান তা লিখতে হবে। তবে অবশ্যই তা ইংরেজিতে লিখতে হবে।

তা হলেই পেয়ে যাবেন প্রয়োজনীয় তথ্য। ফলে কথায় কথায় গুগল সার্চ করার প্রয়োজন হবে না।

তবে আপনি কী সার্চ করছেন তা কেউই জানতে পারবেন না। এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে।

আপনি যে গ্রুপ চ্যাটটিতে AI ব্যবহার করতে চান সেটি খুলুন। মেসেজ লেখার জায়গায় @ টাইপ করুন , তারপরে মেটা এআই-তে যান।

আপনি যা সার্চ করতে চান তা টাইপ করুন। সেন্ড বাটন মারলেই তা হলেই পেয়ে যাবেন চ্যাটে।