13 March, 2025

BY- Aajtak Bangla

মাসে কত কামাও? লোকে জানতে চাইলেই দিন এই জবাব

অনেক সময় আত্মীয়রা বা বন্ধুরা বেতন জিজ্ঞাসা করেন। কী উত্তর দেবেন? জানুন বিকাশ দিব্যকীর্তির টিপস।  

দৃষ্টি আইএএস-এর প্রতিষ্ঠাতা ডঃ বিকাশ দিব্যকীর্তি। ইউপিএসসি শিক্ষক হিসেবে খ্যাতি তাঁর।

তাঁর নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বেতন নিয়েও পরামর্শ দিয়েছেন বিকাশ। যা বেশ মজাদার।

বিকাশ দিব্যকীর্তিকে প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি আপনাকে বেতন সম্পর্কে জিজ্ঞাসা করলে কী উত্তর দেবেন?

ডক্টর বিকাশ বলেন,লোকেরা তুলনা করার জন্য অন্যদের মাইনে জিজ্ঞাসা করে।

তিনি বলেন,'বেতন যদি এতটা বেশি হয় যে তাঁরা চমকে যাবেন, তাহলে বলে দিন'।

বেতন কম হলে আত্মীয়রা কটাক্ষ করতে পারে। তাই বেতন একটু বাড়িয়ে বলতেই পারেন।

আত্মীয়দের উপরে চাপ তৈরি করতে স্যালারি বাড়িয়ে বলুন।   

বিকাশ দিব্যকীর্তি-এর এই উত্তরকে মানুষ খুব পছন্দ করছেন।

বিকাশ দিব্যকীর্তির একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যালে। তাঁর পরামর্শ শোনেন বহু গুণমুগ্ধ।