BY- Aajtak Bangla

'তোমার বিয়েটা কবে'? চুপ করাতে দিন এই ৫ উত্তর

05 March, 2025

বয়স একটু বাড়লেই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কিংবা অফিসের সহকর্মীরা অনেক সময় একই প্রশ্ন করেন—"তোমার বিয়ে কবে?" 

যদি এই প্রশ্নে আপনি বারবার জেরবার হন, তাহলে কৌশলী উত্তর দিয়ে সহজেই পরিস্থিতি সামলাতে পারেন। 

হালকা হাসি দিয়ে বলুন, "ভালো কিছু হলে নিশ্চয়ই জানাবো!" এতে উত্তরও হলো, আবার অযথা চাপও এড়ানো গেল।

আপনাকে বিয়ের প্রশ্ন করলে পাল্টা জিজ্ঞেস করুন, "আপনার কি মনে হয়, বিয়ের জন্য সঠিক সময় কখন?" এতে আলোচনার ফোকাস আপনার থেকে সরে যাবে।

"এখন কেরিয়ারে মনোযোগ দিচ্ছি, পরে চিন্তা করব।" এমন উত্তর দিলে অনেকে আর বাড়তি চাপ দেবেন না।

মজার ছলে বলুন, "বিয়ের জন্য প্রথমে ভালো প্রস্তাব তো আসতে হবে!" এতে হাসিঠাট্টার মাধ্যমে বিষয়টি হালকা হয়ে যাবে।

বলতে পারেন, "এখনো এমন কাউকে পাইনি যে আমার সব শর্ত পূরণ করবে!" এতে বোঝা যাবে আপনি বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন।

"এটা তো একেবারে ব্যক্তিগত বিষয়, সময় এলে সবাই জানতে পারবে।" সরাসরি উত্তর না দিলেও বুঝিয়ে দিন যে এটি আলোচনার বিষয় নয়।