12 July, 2024

BY- Aajtak Bangla

সন্তানের বয়স কত হলে দেবেন আলাদা ঘর? বাবা-মায়েরা জেনে রাখুন

ভারতে ছোট শিশুরা বাবা মায়ের সঙ্গে থাকে। একটু বড় হলে তাদের আলাদা করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু একটা বয়সের পরে এটি প্রয়োজনীয় হয়ে যায়।

অনেক অভিভাবকেরই জানেন না, সন্তানের বয়স কত হলে তাকে আলাদা করে রাখতে হবে।

অনেক যৌথ পরিবার আছে, তাদের রীতি-নীতিও আলাদা, কিন্তু এমন অভিভাবকও আছেন যারা চান তাদের সন্তান সঠিক বয়সে সাবলম্বী হতে শিখুক।

বেশিরভাগ ভারতীয় বাচ্চারা তারা একা থাকতে বা ঘুমোতে ভয় পায়। মায়ের আঁচল ছাড়তে পারে না বাচ্চারা।

যাতে ভবিষ্যতে সে একা থাকতে বা ঘুমাতে ভয় না পায়, মানসিকভাবে শক্তিশালী হয় তার জন্য তাদের ছোট থেকে তৈরি করতে হবে।

অভিভাবকদের উচিত ১ বছর শিশুকে তাদের সঙ্গে ঘুমোতে দেওয়া। এর পরে, তাদের কাছাকাছি একটি পৃথক বিছানায় শোওয়ানো। যখন তার বয়স ৫ বা ৬ বছর হবে তখন তাকে আলাদা ঘরে ঘুমাতে দিন।

যদি এমন হয় সন্তান আলাদা ঘরে ঘুমাচ্ছে,  হঠাৎ জেগে উঠে আপনার কাছে চলে আসে। তাহলেও তাকে আলাদা ঘরে ঘুমোতে উৎসাহিত করুন।

তাই মনে রাখবেন যখনই শিশুকে অন্য ঘরে শোয়াবেন তখন শিশুর পছন্দমতো ঘরটি রাখুন। যেখানে সে বেশি সময় কাটায়, সে সেখানেই ঘুমোতে চাইবে।