BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

16 NOV, 2024

স্বামী মারা গেলে স্ত্রীকে বিধবা বলে, তাহলে স্ত্রী মারা গেলে স্বামীকে কী বলে? 

জীবনসঙ্গীর মৃত্যুর পরের অবস্থাকে বৈধব্য বলে।

মহিলাদের ক্ষেত্রে স্বামী মারা গেলে বিধবা বলা হয়।

কিন্তু আপনি কি জানেন স্ত্রী মারা গেলে কোনও পুরুষকে কী বলা হয়?

জানি, এই বিষয়টা নিয়ে কেউ চট করে ভাবেন না।

চিন্তা নেই, আমরা আজকে এটা নিয়ে বলছি।

বৈধব্য শব্দটি যে কোন লিঙ্গে ব্যবহার করা যেতে পারে, অন্তত কিছু অভিধান অনুসারে।

বিধবা শব্দটি স্ত্রীলিঙ্গ, তাই মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

তবে কোনও পুরুষের স্ত্রী মারা গেলে তাঁকে বলা হয়-বিপত্নীক।

বিপত্নীক শব্দটি পুংলিঙ্গ। বিপত্নীক শব্দের অর্থ হল পত্নী বা স্ত্রী নেই এমন বা মৃতদার।