BY: Aajtak Bangla 

কখন কোন ফল খাওয়া উচিত জানুন

2 MAY 2023


ফলের উপকারিতা

স্বাস্থ্য ও শরীরের জন্য ফল খাওয়া খুবই উপকারী। ফল থেকে পাওয়া যায় পুষ্টিকর উপাদান। 

কখন কোন ফল খেতে হয়

৩ মে থেকে ফের শুভ কাজ

তবে কোন ফল কখন খাওয়া উচিত এটা অনেকেই জানেন না। আসুন জেনে নিই। 


আম

আম খাবার খাওয়ায় ১ ঘণ্টা আগে বা পরে খেলে উপকার পাবেন। 


মোসাম্বি লেবু

মোসাম্বি লেবু খান বিকেল বেলা বা রোদে বেরোনোর আগে বা ফিরে এসে খেতে পারেন। 


কমলা লেবু

সকালে বা রাতে কমলা লেবু কখনও খাবেন না। এই ফলে রয়েছে ভিটামিন সি। 

কলা

কলা খাবার খাওয়ার আগে খেলে তা পেট ভর্তি রাখে আর পরে খেলে তা হজমে সহায়ক হয়। 

আঙুর

আঙুর শরীরের আদ্রতা বজায় রাখে তাই রোদে বেরনোর আগে বা পরে খেতে পারেন। 

নারকেল

নারকেলের জল যখন তখন খাওয়া যায় তবে খালি পেটে নারকেলের জল কখনই খাবেন না।