BY- Aajtak Bangla

টিটেনাস ঠিক কখন নেওয়া উচিত? জানুন ডাক্তারবাবুর পরামর্শ 

18 September  2024

জং ধরা লোহায় কেটে গেলে আমরা সকলেই টিটেনাস ইঞ্জেকশন নিই। কিন্তু ঠিক কোন কোন ক্ষেত্রে এই ইঞ্জেকশন নেওয়া উচিত? তা অনেকেই জানেন না।

টিটেনাস হল একটি ব্যাকটেরিয়া। অক্সিজেনের অভাবে এই ব্যাকটেরিয়া বেড়ে যায়।

টিটেনাস টক্সাইডের কোর্স পুরো কমপ্লিট করলে ১০ বছর ইমিউনিটি বজায় থাকে।

কোন কোন ক্ষেত্রে টিটেনাস ইঞ্জেকশন নিতে হয়, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ।

চিকিৎসকদের মতে, যদি পা কাটে অথবা নর্দমায় পা কাটে, অর্থাৎ অপরিষ্কার জায়গায় যদি কাটে, তা হলে টিটেনাস নিতে হবে। . .

যদি পায়ে পেরেক ঢুকে যায়, গভীর ক্ষত তৈরি হয়, তা হলে টিটেনাস নিতে হবে। . .

জং থেকে টিটেনাস হয় না। জং ধরা পদার্থটি যদি নোংরা পদার্থের মধ্যে থাকে, তা হলে টিটেনাস নিতে হবে।

তবে যদি জং ধরা লোহা পরিষ্কার জায়গায় থাকে, তা হলে তা থেকে কাটলে টিটেনাস নেওয়ার দরকার নেই।