14 November, 2024
BY- Aajtak Bangla
নারীর তুলনায় সাধারণত পুরুষের গড় আয়ু কম। তবে পুরুষরাও আয়ু বাড়াতে পারেন। এ
আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, নির্দিষ্ট বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে।
ছেলেরা সাধারণ একটু দেরি করে বিয়ে করে। চাকরি বা ব্যবসায় সব গুছিয়ে নেওয়ার পর।
নিজের বয়সের চেয়ে কম বয়সের মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যায়। তা কিন্তু নয়। বয়সটা ফ্যাক্টর।
সমীক্ষা বলছে, ছেলেরা কম বয়সে বিয়ে করলেই বেশি সুখে থাকার সম্ভাবনা।
কতটা কম বয়সে বিয়ে করার কথা বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক
ছেলেদের ২৫ বছরের মধ্যে বিয়ে হলে আয়ু বাড়ে। দীর্ঘায়ু হন তাঁরা। কী কারণ?
আসলে বয়স যত কম হবে, তত মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা বেশি।
মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ থাকে না। বিয়েও টেকে আজীবন।
কম বয়সে বিয়ে হলে মন স্থিতধী হয়। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হয়। কারণ মন থাকে তাজা।