12 NOV, 2024

BY- Aajtak Bangla

ঘরে ঘরে জ্বর, কখন অ্যান্টিবায়োটিক খাবেন-কখন প্যারাসিট্যামল? 

আবহাওয়া পরিবর্তনের কারণে প্রায় ঘরে ঘরে জ্বর। জ্বরের কারণে অনেকেই প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিক খাবেন কি বুঝতে পারেন না।

অনেকেই মনে করেন অ্যান্টিবায়োটিক দিলে হয়ত তাড়াতাড়ি জ্বর সেরে যাবে। বিষয়টা কিন্তু সেটা নয়। 

জ্বর মূলত ভাইরাস, ব্যাকটেরয়িা ও কিছু ক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণে হয়। যেসব জ্বর ভাইরাসঘটিত, তা যতই রোগীকে কষ্ট দিক না কেন, কোনও অ্যান্টিবায়োটিক সেখানে দিয়ে লাভ নেই। কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাস বা ছত্রাকের উপর কাজ করে না।

প্যারাসিট্যামল খেলে প্রোস্টাগ্ল্যান্ডিনের অভাবে শরীরের তাপমাত্রা কমতে শুরু করে। জ্বর ছাড়ে।

শুধুমাত্র ব্যাকটেরিয়াল হানায় হওয়া জ্বরকেই অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

কোন জ্বরে অ্যান্টিবায়োটিক লাগবে, আর কোথায় নয়, সেটি নানা পরীক্ষা ও উপসর্গের উপর নির্ভর করে ঠিক করবেন চিকিৎসক।

ভাইরাসের সঙ্গে কোনও ব্যাকটেরিয়াও শরীরে প্রবেশ করেছে ও শক্তিশালী হয়েছে। আর শুধু প্যারাসিটামলে কাজ হবে না, তখন প্রয়োজন অ্যান্টিবায়োটিকের।

তাছাড়া জ্বর হলে জেনে নিতে হবে রোগীর প্রস্রাবে জ্বালা, বুকে কফ জমে থাকার মতো উপসর্গ আছে কি না, জানতে হবে জ্বরের প্রকৃতি কী।

সেই অনুসারে কিছু পরীক্ষা করাতে হবে। তবেই নিশ্চিত হওয়া যাবে কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন। নইলে প্যারাসিট্যামল দিয়েই জ্বর আয়ত্তে আনা হয়।