24 May, 2025

BY- Aajtak Bangla

কোন কোন সমস্যায় ট্রেনের  চেন টানতে পারেন? জানুন নিয়ম

ট্রেনে চড়ার আলাদাই আনন্দ। ছোট হোক বা দীর্ঘ- ট্রেন যাত্রা সবসময় আরামদায়ক। 

কামরায় থাকা চেন টানলে ট্রেন থামে। কিন্তু অযথা টানা হলে শাস্তিও হতে পারে। কোন পরিস্থিতিতে চেন টানা যেতে পারে?  

ট্রেনের চেন টানার নিয়মগুলি জেনে নিন। এটা অনেকেই জানেন না।

মেডিক্যাল জরুরি অবস্থা। কারও শরীর খারাপ হলে ট্রেন টানতে পারেন।

ট্রেনে আগুন লাগার মতো দুর্ঘটনা। হঠাৎ ট্রেনে আগুন লেগে গেলে চেন টানুন।

প্রতিবন্ধী বা বয়স্ক ব্যক্তি কোনও দুর্ঘটনায় পড়লে চেন টানতে পারেন। 

ডাকাতি, চুরির মতো ঘটনায় চেন টানতে পারেন। 

যদি কোন যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান, চেন টানতে পারেন।

কোনও শিশু, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তি ট্রেন মিস করেন।

ট্রেনের চেন টানার জন্য শাস্তি পেতে পারেন। কোনও কারণ ছাড়াই চেন টানলে জরিমানা বা কারাদণ্ড বা উভয়ই হতে পারে।