1 May,, 2024
BY- Aajtak Bangla
গরমকালে আমরা প্রায় আইসক্রিম খেয়ে থাকি। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে শরীর ও মন দুই জুড়িয়ে যায়।
কিন্তু আইসক্রিম খাওয়ার আগে বা পরে প্রায়শই অনেকে জল খেয়ে থাকেন।
লক্ষ্য করলে দেখা যায়, আইসক্রিম খাওয়ার পর গলা শুকিয়ে জল তেষ্টা পেয়ে থাকে।
কেন এরকম হয় জানেন কী? তবে জেনে নিন
অনেকেই আইসক্রিম খাওয়ার পর জল তেষ্টা পায় বলে আইসক্রিম খেয়েই জল খেয়ে নেন। আর এতেই বিপদ ঘনিয়ে আসতে পারে।
প্রথমত, আইসক্রিম খাওয়ার পর জল খেলে গলার সমস্যা আসতে পারে।
এছাড়াও গলা ব্যাথার পাশাপাশি দাঁতে ব্যাথাও হতে পারে।
আইসক্রিম খাওয়ার পর শরীরে চিনি ও সোডিয়ামের মাত্রা প্রয়োজনের তুলনায় বেড়ে যায়।
আর এর ফলেই আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে জল তেষ্টা পেতে শুরু করে।