15 May, 2025

BY- Aajtak Bangla

ভারতের নাম INDIA কীভাবে হল? অনেক শিক্ষিতরাও জানেন না

জম্বুদ্বীপ, আর্যাবর্ত থেকে ভারত, হিন্দুস্তান, এখন ইন্ডিয়া। আচ্ছা INDIA কি সংক্ষিপ্ত রূপ? চলুন জেনে নেওয়া যাক।

২৬ নভেম্বর, ১৯৪৯-এ  সংবিধান গ্রহণ করে সংবিধান সভা। প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র লেখা আছে।

সংবিধানের আর্টিকেল ১- এ ভারত এবং ইন্ডিয়া দুটিই লেখা আছে- India, that is Bharat, shall be a Union of States।

এই INDIA-এর কি কোনও ফুল ফর্ম আছে? সেটা কী জেনে নিন। কোথা থেকে এই নাম?

ঐতিহাসিকরা বলছেন, পারস্য সম্রাট দারাউস সিন্ধুকে হিন্দু উচ্চারণ করতেন। সেই থেকে হিন্দু। আর হিন্দুস্তান।

পারস্যর হিন্দু, গ্রিসে গিয়ে হল ইন্দুস। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার এই ভূখণ্ডকে  ইন্ডিয়া বলে চিহ্নিত করেন।

সেই থেকে ইন্ডিয়া শব্দের প্রচলন। ইন্ডিয়া আসলে এক শব্দ। এর কোনও ফুল ফর্ম নেই। 

দীর্ঘদিন ধরেই ইউরোপে ইন্ডিয়া শব্দটি চালু ছিল। ব্রিটিশরা এ দেশে আসার পর INDIA শব্দের বহুল ব্যবহার হতে থাকে।

রাজা ভরতের নাম থেকে 'ভারত' শব্দের উদ্ভব। বিষ্ণুপুরাণে ভারতের সন্ততি কথার উল্লেখ রয়েছে।

NCERT-র বই বলছে, ঋগ্বেদে ভারত শব্দের উল্লেখ রয়েছে।