15 May, 2025

BY- Aajtak Bangla

ঘরের কোথায় সাপ ঘাপটি মেরে থাকতে পারে? খুব দরকারি জানা

গ্রীষ্ম শেষে বা বর্ষার মাঝে নয়, সারা বছরই ইদানীং সাপের উৎপাত বাংলার ঘরে ঘরে।

সাপে ভয় পান না এমন মানুষের সংখ্যা নেহাতই কম।

কিন্তু যদি বাড়িতে সাপ ঢুকে বসে থাকে তাহলে বুঝবেন কী করে?

অনেক সময়েই খাবার খুঁজতে অক্ষম হয়ে সাপেরা, বিশেষত যে সব সাপ লোকালয়ের আশেপাশে গর্তে থাকে। এই সাপেরা খাবার খুঁজতে গৃহস্থ বাড়িতেই ঢুকে পড়ে।

ইঁদুর, ছুঁচো থেকে শুরু করে নানা কীটপতঙ্গ শিকার করতে বাড়িময় ঘুরে বেড়ায় সাপ। নিঃশব্দে হামা দেয় সাপ, তাই জানতেও পারে না মানুষ।

তবে ঘরে সাপ থাকার কিছু লক্ষণ আছে। সে ঘাপটি মেরে বসে থাকলেও আপনি ঠিক টের পাবেন।

সাপ বাড়িতে ঢুকে থাকলে আঁশটে গন্ধ বেরোয়। সাপের মলমূত্রে উৎকট গন্ধ হয়।

কিছু সাপের গায়েও থাকে গন্ধ। ভাত ফুটছে না অথচ আতপ চালের গন্ধ বেরোলে আশেপাশে সাবধান হবেন। সাপের গন্ধ হতে পারে।

সাপ আসবারপত্র, যন্ত্রপাতি, খাটের নীচে, সোফার নীচে থাকতে পারে।

ঘরের মধ্যে যদি কোনও অস্বাভাবিক শব্দ পান, তাহলেও সচেতন হন।