BY- Aajtak Bangla

তুলসী গাছ ঘরের এই দিকে রাখলেই ঘোর অমঙ্গল, কোন দিকে রাখা শুভ, জানুন

9 FEB 2025

প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। হিন্দু ধর্মে এই গাছ খুবই পবিত্র।

তুলসী গাছের অনেক উপকারিতা রয়েছে। ঘরে তুলসী গাছ রাখা শুভ বলে মনে করা হয়।

তবে ঘরের সঠিক দিকে তুলসী গাছ না রাখলেই সর্বনাশ হতে পারে। ঘরের কোন দিকে তুলসী গাছ রাখা শুভ...

বাস্তু মতে, ঘরের দক্ষিণ দিকে ভুলেও তুলসী গাছ লাগাবেন না। এটা অশুভ।  

 ঘরের দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে আর্থিক অনটন দেখা যায়।

তুলসী গাছের জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর দিক।

এছাড়া বাড়ির উত্তর-পূর্ব দিকেও তুলসী গাছ লাগানো শুভ। এতে সুখ-সমৃদ্ধি আসে।

ঘরের পূর্ব দিকে তুলসী গাছ রাখাও শুভ।