27 AUGUST 2024

BY- Aajtak Bangla

সন্তানকে যৌন শিক্ষা দেওয়ার এটাই ঠিক বয়স, বাবা-মায়েরা জানুন

যৌনতা সমস্ত মানুষের জীবনেই আসে। যৌন শিক্ষা এমন একটি বিষয় যা নিয়ে বেশিরভাগ অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে কথা বলতে দ্বিধা করেন।

বেশিরভাগ শিশুই একটি বয়স পর্যন্ত জানে যে কোনও পরী তাদের বাবা-মায়ের কাছে রেখে গেছে। 

অনেক সময় শিশুরা হঠাৎ করে তাদের বাবা-মাকে যৌনতার অর্থ জিজ্ঞাসা করতে শুরু করে। সেই সময় বাবা-মা তাদের কী উত্তর দেবেন বা কীভাবে ব্যাখ্যা করবেন তা বুঝতে পারেন না। 

বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন কোন বয়সে শিশুদের যৌনতা নিয়ে কথা বলা উচিত।

৪ বছরের শিশুকে তার গোপনাঙ্গ সম্পর্কে বলুন। কীভাবে শিশুর জন্ম হয় সে সম্পর্কে তাকে তথ্য দিন। 

সন্তানকে বলুন যে মায়ের জরায়ু রয়েছে যেখানে জন্মের আগে সে থাকত।

১৫ বছর বয়সে এ সব বিষয়ে তাকে অবহিত করুন। এছাড়াও শিশুকে POCSO আইন সম্পর্কে বলুন।

মনে করবেন না সন্তানকে যৌনতা নিয়ে কথা বললে তারা তা চাইবে।

শিশুদের যৌনতা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। শিশুরা সবকিছু জানতে চায় এবং তাই তারা কৌতূহলী থাকে। তাদের সমস্ত তথ্য দেবেন, অন্য কোনও জায়গা থেকে জানার আগে।