BY- Aajtak Bangla

২৫ না ৫০? কোন বয়সে বিয়ে করলে পুরুষত্বের আয়ু বাড়বে? জানলে অবাক হবেন

3 March  2024

প্রত্যেকের জীবনেই বিয়ে একটা বিশেষ মুহূর্ত। 

আমাদের দেশে একজন প্রাপ্তবয়স্ক যুবক ২১ বছরে বিয়ে করতে পারেন।

অনেকেই কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। আবার কারও বিয়ে হয় বেশি বয়সে।

কোন বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বাড়ে? জানলে চমকে যাবেন।

 বিশেষজ্ঞদের মতে, কোনও পুরুষ যদি ২৫ বছর বয়সে বিয়ে করেন, তাহলে তাঁরা বেশিদিন বাঁচেন। যৌবনে ভরপুর জীবন হয় তাঁদের। 

কম বয়সে বিয়ে করলে পুরুষদের শরীর তরতাজা থাকে। নানা শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে পারেন। 

তবে ইদানীং অনেক পুরুষই বেশি বয়সে ছাঁদনাতলায় যান। তাঁরা নানা শারীরিক সমস্যায় পড়তে পারেন।

বেশি বয়সে বিয়ে করলে তার প্রভাব পড়তে পারে সঙ্গীর জীবনে।