27 MARCH 2025

BY- Aajtak Bangla

সময়ে না করলেই ডিভোর্স, কোন বয়সে বিয়ে করার জন্য পারফেক্ট?

এখন ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বেড়েছে। কেউ আড়াই দিনে সংসার ভাঙছেন, কেউ ২০ বছর পর।

ডিভোর্স

এখনকার দিনে তরুণ-তরুণীদের মধ্যে প্রেম করে বিয়ে করাটা আগের থেকে বিপুল পরিমাণে বেড়ে গেছে। 

প্রেম

কিন্তু কোন বয়সে বিয়ে করলে তা টিকে থাকবে তা নিয়ে প্রেমিক-প্রেমিকারা বুঝতেও পারেন না। 

টিকে থাকবে বিয়ে

বিশেষজ্ঞদের মতে, সব বিয়ে বেশি বয়সে হয় সেগুলির ডিভোর্সেরও সম্ভবনা বেশি। আবার কম বয়সেও বিয়ে টিকে থাকার সম্ভবনা কম।

২০ বছরের ওপরে এবং ৩২ বছরের নীচে  বয়স থাকতেই বিয়ে করে ফেলা উচিৎ। 

বিয়ে মানে দু'টো মনের মিলন না। এর ফলে দু'টি পরিবারের মধ্যেও সম্পর্ক তৈরি হয়। দু'জনকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে এটা মাথায় রেখে বিয়ে করা উচিৎ। 

কোনও ছেলে বা মেয়ে যখন মানসিকভাবে বা আর্থিকদিক থেকে প্রস্তুত তখনই বিয়ে করা উচিৎ। 

২৫ থেকে ২৯ বছরকে বিয়ের আদর্শ বলে মনে করা হয়। এই বয়সে বিয়ে হলে ছেলে বা মেয়েদের মধ্যে পরিপক্কতা চলে আসে এর ফলে বিচ্ছেদের আশঙ্কা অনেকটাই কমে যায়।

বর্তমান বিশ্বে ২০ বছর বয়সের আগে এবং ৩২ বছর বয়সের পরে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েছে।