BY- Aajtak Bangla

প্রথম পিরিয়ডে রক্ত দেখে ভীত সন্তান? জানুন ঠিক কোন বয়সে জানানো উচিত

13th April, 2024

প্রথম পিরিয়ড প্রত্যেক মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আর এটা নিয়ে অনেক মেয়েই আতঙ্কে থাকে।

স্বাভাবিক এ বিষয় সম্পর্কে আগে থেকে না জানা থাকার ফলে অনেক মেয়েকেই ভয়, সংকোচ, দ্বিধা ও লজ্জার এক মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যেতে হয়।

অনেক মা নিজেই নিজের ছোট্ট মেয়েকে পিরিয়ডসের কথা জানাতে অস্বস্তি বোধ করেন।

কিন্তু প্রত্যেক মায়েরই উচিত সময় থাকতে থাকতে তাঁ মেয়েকে পিরিয়ড সম্পর্কে জানিয়ে রাখা।

তাহলে জেনে রাখুন ঠিক কখন, কীভাবে মেয়েকে পিরিয়ড সম্পর্কে শিক্ষা দেবেন।  

গবেষণায় বলা হয়েছে, আট বছর বয়সেই মেয়েকে মাসিক বা পিরিয়ড সম্পর্কে জানানো উচিত।

খুব সহজ, সাবলীল ভঙ্গিতে আলাপ করতে হবে সংবেদনশীল এ বিষয় নিয়ে।

মা হিসাবে মেয়েকে একেবারে গল্পের ছলে এই পিরিয়ড সম্পর্কে অবগত করুন। 

সন্তানের বয়স ও মানসিক পরিস্থিতি বিবেচনা করে তার সঙ্গে আলাপ করুন বিষয়টি নিয়ে।

মাসিকসংক্রান্ত কথা বলার সময় অনেক শিশু ভয় পেয়ে যেতে পারে। তাই তাকে আশ্বস্ত করতে হবে।

পিরিয়ডসের গুরুত্ব কী, সেটাও খুব সহজ সরলভাবে বোঝাতে হবে। তাহলেই মেয়ে তার প্রথম পিরিয়ডসের সময় ভয় পাবে না।