BY- Aajtak Bangla
21 March 2025
আপনার কি জানা আছে, পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের রক্ত লাল নয়?
জেনে নিই
কাঁকড়ার রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে কপার-ভিত্তিক হেমোসায়ানিন থাকে।
রক্ত নীল
অক্টোপাসের শরীরেও হেমোসায়ানিন থাকায় রক্ত নীল রঙের হয়।
অক্টোপাসের রক্তও
স্কুইডের রক্তে হেমোসায়ানিন থাকায় সেটিও নীল রঙের হয়।
স্কুইডের রক্ত
আইসফিশের রক্তে হিমোগ্লোবিন নেই, তাই রক্তের রং লাল নয়।
স্বচ্ছ!
পৃথিবীতে সবুজ রক্তবিশিষ্ট টিকটিকিও আছে।
সবুজ রক্ত
কিছু সামুদ্রিক কৃমির রক্তে ভেরিডিন নামে এক ধরনের প্রোটিন থাকে, যা রক্তকে কমলা রং দেয়।
কমলা রক্ত
কিছু পোকামাকড়ের রক্ত হলুদ হয়, কারণ তাতে হেমোলিম্ফ থাকে।
হলুদ রক্ত
পৃথিবীতে রক্তের রং শুধু লাল নয়, নীল, সবুজ, কমলা এমনকি স্বচ্ছও হতে পারে!
অবাক লাগছে?