14 JUNE 2025

BY- Aajtak Bangla

কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা কামড়ায় বেশি? আপনার ব্লাড গ্রুপ নয় তো

বর্ষাকাল মানেই মশার উৎপাত। সঙ্গে আতঙ্ক তৈরি হয় ডেঙ্গি-ম্যালেরিয়ার। 

কিছু কিছু মানুষকে অন্যদের তুলনায় মশা কামড়ায় বেশি। এর পিছনে রয়েছে বড় কারণ। 

মশা ল্যাকটিক অ্যাসিডের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যাঁর ত্বকে এটি বেশি থাকে তাঁকে মশা বেশি কামড়াবে।

মশারা কার্বন ডাই অক্সাইডের গন্ধও পছন্দ করে। একটি স্ত্রী মশা ১৫০ ফুট দূর থেকেও এই গন্ধ পায়।

গাঢ় রঙের পোশাক পরাও একটি কারণ হতে পারে মশার কামড়ের। যা স্ত্রী মশাদের আকর্ষণ করে।

অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে, মশারা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় 'O রক্তের গ্রুপ'-এর মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়।

যাঁদের শরীরের তাপমাত্রা বেশি তাঁদের মশা বেশি কামড়ায়।

প্রচুর ঘাম হলেও, আপনি সহজেই মশার শিকার হতে পারেন।

মশার কামড়ের ফলে সামান্য সমস্যা তৈরি হলেও অবিলম্বে ডাক্তার দেখানো উচিত।