9 July, 2023

BY- Aajtak Bangla

দরদরিয়ে ঘামছেন? জানেন শরীরের এই অংশ কখনও ঘামে না

প্রচন্ড গরমে শরীর থেকে ঘাম ঝরা খুবই সাধারণ একটি বিষয়।

হাত, পা, মাথা, কাঁধ, পিঠ ও উরু থেকে ঘাম বের হয় সকলের।

কিন্তু শরীরের এমন একটি অংশ আছে যা কোনও সময়ই ঘামে না। জানেন কোন অংশ

লক্ষ্য করে থাকবেন আমাদের ঠোঁট কখনও ঘামে না।

কিন্তু ঠোঁট না ঘামার পিছনে কী রহস্য রয়েছে, আসুন জেনে নিই।

আসলে ঠোঁটে কোনও ঘাম গ্রন্থি নেই।

তাই গরম বা খুব ঠান্ডায় ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার এটা বড় কারণ।

ঘাম যে গ্রন্থিটা দিয়ে বেরোয় তাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে।

মানব দেহের সবচেয়ে সুন্দর অংশ হল ঠোঁট।

শরীরের থেকে ঠোঁটের রং কিছুটা হলেও আলাদা হয়।

কিছু কিছু ঠোঁটের রং গোলাপি, কালো, বাদামি হয়ে থাকে আবার কারোর কারোর হাল্কা বাদামি ও সাদাটে হয়।