15 September, 2023
BY- Aajtak Bangla
গরমে শরীরে ঘাম হওয়া স্বাভাবিক।
হাত, পা, মাথা, বগল, উরু, পিঠ সর্বত্র ঘাম হয়।
কিন্তু লক্ষ্য করেছেন যে ঠোঁটে কোনওদিন ঘাম হয় না।
ঠোঁটে ঘাম না হওয়ার কারণ কী? ঠোঁটে কোনও ঘাম গ্রন্থি নেই।
গ্রীষ্ম বা শীতকালে ঠোঁট দ্রুত শুকিয়ে যাওয়ার এটিও একটি বড় কারণ।
যেসব গ্রন্থি ঘাম উৎপন্ন করে তাদের বলা হয় এক্সোক্রাইন গ্রন্থি।
ঠোঁট মানবদেহের অন্যতম সুন্দর অঙ্গ।