BY- Aajtak Bangla
27 May 2025
আমাদের বাথরুমে বালতি নানা কাজে লাগে। বাথরুমে বালতি থাকেই।
বালতিতে অনেক সময় আমরা জল ভরে রাখি। আবার, খালি বালতি রাখি।
বাথরুমে খালি না জল ভর্তি, কোন বালতি রাখা শুভ?
জ্যোতিষ মতে, বাথরুমে বালতি যে কারও ভাগ্য বদলে দিতে পারে।
বাস্তু মতে, বাথরুমে খালি বালতি রাখা মোটেও ঠিক নয়। এতে আর্থিক জীবনে ক্ষতি হয়।
খালি বালতি রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করে। . ।
বালতিতে অল্প জল রাখলে ঘরে সমৃদ্ধি আসে।
বালতিতে কিছুটা অন্তত জল ভরে রাখুন। এতে সংসার সুখের হবে।