17 JAN, 2025

BY- Aajtak Bangla

পৃথিবীতে ডিম আগে এসেছে নাকি মুরগি? এতদিনে জানা গেল 

একটা প্রশ্ন দশকের পর দশক ধরে করা হচ্ছে। সেটা হল-ডিম আগে এসেছে নাকি মুরগি?

কিন্তু এখন এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন মুরগি নাকি ডিম পৃথিবীতে প্রথম এসেছে?

বিজ্ঞানীদের এই গবেষণায় জানা গেছে যে পৃথিবীতে মুরগি প্রথম আসে এবং ডিম আসে পরে।

 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুরগি ছাড়া ডিম উৎপাদন করা যায় না। গবেষণায় দেখা গেছে যে ডিমের খোসায় ওভোক্লাডিন নামক একটি প্রোটিন রয়েছে যা ছাড়া ডিমের খোসা তৈরি হতে পারে না।

সবচেয়ে বড় কথা এই প্রোটিন তৈরি হয় শুধুমাত্র মুরগির জরায়ুতে। তাই মুরগির জরায়ু থেকে প্রাপ্ত এই প্রোটিন ডিম তৈরিতে ব্যবহার না করলে ডিম তৈরি হতে পারে না।

এ থেকে এখন পরিষ্কার যে পৃথিবীতে প্রথমে মুরগি এসেছে তারপর ডিম এসেছে।

যখন একটি মুরগি এই পৃথিবীতে এসেছিল, তার জরায়ুতে ওভোক্লাডিন তৈরি হয়েছিল, যার পরে এই প্রোটিন ডিমের খোসায় পৌঁছাতে সক্ষম হয়েছিল।

এর ভিত্তিতে বলা যেতে পারে ডিম প্রথম এসেছিল।