05 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনই মা-বাবার ভালোবাসা সব সন্তানের প্রতি সমান হয় না।
কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, মা তাঁর ছোটো সন্তানের প্রতি একটু বেশিই ঝুঁকে থাকে।
আবার কোনও কোনও ক্ষেত্রে বাবাদের দেখা যায় বড় মেয়ের প্রতি সামান্য হলেও পক্ষপাতিত্ব করতে।
তবে মা বাবা কোন সন্তানকে সাধারণত বেশি ভালোবাসেন, তা নিয়ে কৌতুহলের অন্ত নেই সাধারণ মানুষের মনে।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, মা তাঁর সন্তানদের সব সময় চোখে চোখে রাখার চেষ্টা করলেও বাবারা একটু দূরত্ব বজায় রেখেই চলেন।
মায়ের ভালোবাসা সব থেকে বেশি থাকে প্রথম সন্তানের উপর। অর্থাৎ বড় ছেলে বা মেয়ের উপর।
তবে বাবার ভালোবাসা বেশি থাকে বাড়ির ছোটো ছেলে বা মেয়ের উপর।
সমীক্ষায় দেখা যায়, প্রথম সন্তান হওয়ার পর মা ও বাবা দুজনেই তাকে ভালোবাসে। তবে আর এক সন্তান হলে মায়ের ভালোবাসা বড়টার প্রতি বেড়ে যায়।
আর বাবার ভালোবাসা সেক্ষেত্রে চলে যায় ছোটোটার প্রতি।