27 APRIL, 2025

BY- Aajtak Bangla

 এই তিন রং ঘরে লাগালেই হয় উন্নতি, রইল বাস্তু টিপস

ঘরের ভিতর কী রং করা উচিত, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের শেষ থাকে না। তবে শুধু দেখতে ভালো লাগলে হবে না।

ঘরের ভিতর কী রং করছেন তার উপর নির্ভর করে আপনার ভাগ্য। কোন ঘরে কী রং থাকা উচিত, সেটা জানেন?

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ভিতর সব সময় হাল্কা রং ব্যবহার করা উচিত। তাতে কপাল খোলে।

ড্রয়িংরুমে সব সময় সবুজ, নীল বা আকাশি রং ব্যবহার করা উচিত। সেই রং হাল্কা হতে হবে।

শোওয়ার ঘর বা বেডরুমের রং গোলাপী বা কমলা রঙের করতে পারেন। তাতেও উন্নতি হবে। 

তবে বেডরুমে ভুলেও লাল রং করবেন না। এতে দাম্পত্য কলহ বাড়ে।

লেখাপড়ার ঘরে বা স্টাডিরুমে হলুদ ও কমলা-কে খুব শুভ বলে মনে করা হয়।

পুজোর ঘরে হলুদ বা কমলা রং ব্যবহার করতে পারেন। এই দুটো রং খুব শক্তিশালী।

একইভাবে এই ঘরে লাল রংও ব্যবহার করতে পারেন। লাল রং দেবতাদের ঘরের জন্য খুব শুভ বলে মনে করা হয়।