10 APRIL 2025

BY- Aajtak Bangla

চোখ বন্ধ করলে কোন রং দেখা যায়? কালো নয়, তবে কী? ৯৯% জানে না

সরকারি হোক বা বেসরকারি পরীক্ষার জন্য অনেক জ্ঞান থাকা প্রয়োজন।

যাতে অনায়াসে পরীক্ষার্থীরা উত্তর দিতে পারে। পরীক্ষায় সফল হতে পারে।

এমনই একটি প্রশ্ন হল চোখ বন্ধ করলে কী রং দেখা যায়?

চোখ বন্ধ করে পরখ করার আগে জেনে রাখুন কালো নয়। তবে কী রং?

সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে যে রঙটি দেখা যায় তার নাম আইগেনগ্রাও বা Eigengrau, #16161D)। এই রংটি একেবারেই অনন্য।

এই রঙটি বুঝতে কালো বস্তুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এরপর চোখ খুলুন। এর কিছুক্ষণ পর চোখ বন্ধ করে চোখ খুলুন। দেখবেন আগের থেকে বস্তুটিকে বেশি কালো দেখাবে। আর চোখ বন্ধ করে অনুভব করেছেন সেটি কালো হলেও হালকা।

আইগেনগ্রাও হল অন্ধকার ধূসর, এটি তখই যখন কোনও আলোও থাকে না। EIGENGRAU হল একটি জার্মান শব্দ। 'EIGEN' মানে 'নিজস্ব' এবং GRAU শব্দের অর্থ 'ধূসর'।

এটি জেনে রাখুন, ভবিষ্যতে এই প্রশ্নের মুখোমুখি হলে উত্তর দিতে ভিরমি খাবেন না।