16 MARCH, 2025

BY- Aajtak Bangla

লোকাল ট্রেনের কোন কোন বগিতে ভিড় কম হয়? ডেইলি প্যাসেঞ্জারের টিপস

সারা বাংলায় বহু মানুষ লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন।

অফিস টাইমে ট্রেনে খুব ভিড় হয়। বিশেষ করে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত।

কখনও কখন ভিড়ের কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেন না।

আজকে আমরা একটা টিপস দিচ্ছি।

আমরা জানাব লোকাল ট্রেনের কোন কোন বগিতে ভিড় তুলনামূলক কম হয়।

সব সময় চেষ্টা করুন খুব সামনে বা পিছনের বগিতে না চাপতে। এই বগিগুলিতে ভিড় বেশি হয়।

চেষ্টা করুন মাঝের বগিগুলিতে চাপতে। খেয়াল করবেন ওখানে ভিড় কম হয়।

সামনের বা পিছনের লেডিসের পরের কামরাগুলিতেও ভিড় কম হয়।

এছাড়াও সবসময় চেষ্টা করুন প্ল্যাটফর্মের যে জায়গায় লোক সময়, সেখান থেকে ট্রেনে উঠতে।