24  NOVEMBER 2024

BY- Aajtak Bangla

ভারত-বাংলাদেশ নয়, বিশ্বে সবচেয়ে বেশি ভাত খায়  এই দেশ

বিশ্বের অধিকাংশ দেশে ভাত একটি প্রধান খাদ্য।

কিন্তু আপনি কি জানেন কোন দেশে ভাত সবচেয়ে বেশি খাওয়া হয়?

ভারতের কথা বললে, ডাল এবং ভাত এমন একটি খাবার যা খুব পছন্দের সঙ্গে এদেশে খাওয়া হয়।

প্রসঙ্গত, চিন থেকে বাংলাদেশে, মানুষ প্রচুর ভাত খায়।

তবে বিশ্বের সবচেয়ে বেশি ভাত পশ্চিম আফ্রিকার গাম্বিয়াতে খাওয়া হয়।

তবে বিশ্বের সবচেয়ে বেশি ভাত পশ্চিম আফ্রিকার গাম্বিয়াতে খাওয়া হয়।

এর পরে, পূর্ব আফ্রিকার দেশ কমোরোসে প্রচুর পরিমাণে ভাত খাওয়া হয়।

এরপরে তালিকায় রয়েছে  মায়ানমার ও বাংলাদেশ। এখানেও প্রচুর ভাত খাওয়া হয়। এখানে সারা বছরে জনপ্রতি ২৬৩ কেজি চাল খরচ হয়েছে।

ভারতে মাথাপিছু চালের খরচ ১০৪.২৯ কেজি।