16th July, 2024

BY- Aajtak Bangla

এই দেশে একটাও সাপ নেই, উত্তর জানলে অবাক হবেন

সাপ নিয়ে আতঙ্ক থাকলেও জানার কৌতুহলের কোনও শেষ নেই।

অথচ আমরা কমবেশি সকলেই সাপ ভয় পেয়ে থাকি। আর বর্ষাকালে সাপ ঘরে ঢুকলে তো রক্ষে নেই।

সাপ সম্পর্কে এমন নানা তথ্য রয়েছে যা অনেকেরই অজানা।

তেমনই একটি বিষয় হল, পৃথিবীতে একটি দেশ রয়েছে যেখানে সাপের কামড়ে কারও মৃত্যু হয় না। শুনতে অবাক লাগলেও এটা সত্য।

এই দেশে সাপের কামড়ে মৃত্যু না হওয়ার কারণ কিন্তু অন্য। কারণ এই দেশে আজ পর্যন্ত কোনও দিন কোনও সাপের দেখাই মেলেনি।

তাই যে দেশে সাপই নেই সেই দেশে সাপের কামড়ে মৃত্যুর প্রশ্নই ওঠে না।

আর সেই দেশের নাম হল আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশে কোনও সাপ নেই।

আজ পর্যন্ত আয়ারল্যান্ডে কখনই কোনও সাপের দেখা মেলেনি।

আয়ারল্যান্ডের জীবাশ্ম সংক্রান্ত সরকারি দফতরের রেকর্ডে এমন কোনও তথ্য নেই যেখান থেকে বলা যায় যে সেদেশে কখনও সাপ ছিল। বিশেষজ্ঞদের মতে, কখনওই আয়ারল্যান্ডে সাপ ছিল না।

বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, প্রায় ১০ হাজার বছর আগে তুষারযুগে বরফে ঢাকা ছিল আয়ারল্যান্ড। সাপ ঠান্ডা রক্তের প্রাণী হলেও, রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে চারপাশের বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয় তাদের। বরফের চাদরে মোড়া আয়ারল্যান্ডে তা সম্ভব ছিল না।