14 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

'মোরগ' কোন দেশের জাতীয় পাখি? ৯০% মানুষই জানে না

যে কোনও চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। তাই সকলকে সব কিছু সচেতনভাবে জানতে হবে।

প্রতিটি দেশ একটি নির্দিষ্ট জাতীয় প্রাণী বা জাতীয় পাখি নির্বাচন করে। যেমন আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর। 

একইভাবে 'মোরগ'-ও একটি দেশের জাতীয় পাখি। আপনি কি সেই দেশের নাম জানেন?

এই সহজ উত্তর অনেকেই জানে না। অনেকে ভাবতেই পারে না, মোরগ কোনও দেশের জাতীয় পাখি হতে পারে ভেবে।

উত্তর হল আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় পাখি মোরগ। শ্রীলঙ্কার জংলি মুরগী।

আগে একে সিলন জঙ্গলফাউল বলা হত। এই পাখি শুধুমাত্র শ্রীলঙ্কার বিভিন্ন বনাঞ্চলে পাওয়া যায়। এটি মুরগির একটি প্রজাতি। বন্য মুরগি সর্বভুক, অর্থাৎ তৃণভোজী এবং মাংসাশী উভয়ই। বন্য মুরগির দৈর্ঘ্য প্রায় ৩৫ সেমি এবং ওজন ৫১০-৬৪৫ গ্রাম হয়।

জানলে অবাক হবেন শ্রীলঙ্কা ছাড়াও ইউরোপের দেশ ফ্রান্সের জাতীয় পাখিও হল মোরগ। এখানে গ্যালিক মোরগ অর্থাৎ এক প্রকার বন্য মুরগিকে জাতীয় পাখি করা হয়েছে।