BY- Aajtak Bangla
12 APRIL, 2025
চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই আমরা সকলেই প্রায় চুলের যত্ন নেই।
নির্দিষ্ট সময় অন্তর আমরা সকলেই চুল কাটি। এতে চুলের স্বাস্থ্য ভাল হয়।
জ্যোতিষ মতে, সপ্তাহের বিশেষ কয়েকটি দিনে চুল কাটলে ভাগ্য খুলে যায়। আবার কয়েকটি দিনে চুল কাটলে অনর্থ ঘটে।
চুল কাটার জন্য কোন কোন দিন শুভ, জেনে নিন...
জ্যোতিষ মতে, চুল কাটার জন্য সোমবার শুভ দিন। এদিন চুল কাটলে শারীরিক সমস্যা দূর হয়।
বুধবার চুল কাটাও শুভ। এদিন চুল কাটলে গণেশের আশীর্বাদ পাওয়া যায়। সব বাধা কাটে। চুলের সৌন্দর্য বাড়ে।
শুক্রবার চুল কাটলে দাম্পত্য প্রেম বাড়ে। ব্যক্তিত্ব মজবুত হয়।
চুল কাটার জন্য মঙ্গল , শনি ও রবিবার ভাল দিন নয়।