1 Jan 2025

BY- Aajtak Bangla

মেয়েদের মেলামেশার চাহিদা সবথেকে বেশি কোন সময় থাকে? 

প্রাকৃতিক নিয়মে একজন ছেলে ও মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করে। এটাই স্বাভাবিক। 

তবে সব সময় যে একজন মেয়ে একজন ছেলের সঙ্গে মেলামেশা করতে চায়, এমনটা কিন্তু মোটেও নয়। 

মেয়েদের মেলামেশার ইচ্ছে থাকলে তারা মুখে প্রকাশ কমই করতে পারেন। বরং ইঙ্গিত দেয়। 

গবেষণায় দেখা গেছে, একজন মেয়ে সব সময় বিশ্বস্ত পার্টনার চায়। যে তাকে ভরসা করে। বা যাকে ভরসা করা যায়। 

মনের মিল থাকলে, অনুভূতি থাকলে ও গুরুত্ব দিলে সেই মেয়ে ঘনিষ্ঠতা চায়। ২৫০গ্রাম নলেন গুড়

তবে মেয়েদের যদি মনের কোথাও সংকোচ থাকে তাহলে তারা কখনও মেলামেশা করতে চায় না। 

মেয়েদের সম্মান বোধ খুব তীব্র হয়। তাই যদি তারা মন থেকে সম্মতি না পায় তাহলে সম্পর্কে এগোয় না। 

কোনও কোনও গবেষণায় দেখা যায়, বিয়ে বা সম্পর্কের এক বছরের মধ্যেই মেয়েরা শারীরিক মেলামেশার আগ্রহ হারিয়ে ফেলে। 

এর কারণ হয় ভালোবাসায় ভাঁটা। তখন সঙ্গীর প্রতি অনেকেই আর আকর্ষণ বোধ করে না অনেকে।