30 JANUARY, 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিক-প্রেমিকারা কী রং-এর পোশাক পরলে প্রেম টিকতে পারে।
ভ্যালেন্টাইন্স ডেতে কোন রঙের পোশাক পরলে সঙ্গী খুশি হবেন, রাশি অনুযায়ী জেনে নিন...
মেষ রাশির জাতকরা এদিন জাফরান রঙের পোশাক পরুন। আর বৃষ রাশির জাতকরা পরুন সবুজ রঙের পোশাক।
মিথুন রাশির জাতকরা পরুন হলুদ বা গোলাপি রঙের পোশাক। এতে প্রেম বাড়বে।
লাল রঙের পোশাক পরুন কর্কট রাশির জাতকরা। হলুদ রঙের পোশাক পরুন সিংহ রাশির জাতকরা।
নীল রঙের পোশাক পরতে পারেন কন্যা রাশির জাতকরা। কালো রঙের পোশাক পরুন তুলা রাশির জাতকরা।
বৃশ্চিক রাশির জাতকরা পরুন লাল রঙের পোশাক।
মকর রাশির জাতকরা ওই বিশেষ দিনে পরুন ক্রিম রং-এর পোশাক
মীন রাশির জাতকরা পরুন সাদা রঙের পোশাক।