3rd February, 2025
BY- Aajtak Bangla
মাছপ্রিয় বাঙালি মাছ দেখলেই নিজেদের ঠিক থাকতে পারেন না।
পাতে এক টুকরো মাছ পড়লেই খাওয়াটা হয় তৃপ্তি করে।
রুই-কাতলা থেকে ইলিশ-ভেটকি সব মাছই লাজবাব।
তবে এমন কিছু মাছ রয়েছে যা দেখলে অনেকেই নাক সিঁটকোয়।
আবার অনেকে এই মাছগুলো খেতে খুবই ভালোবাসে। ।
চিংড়ি মাছ হল সেই মাছ, যেটা অনেকে পছন্দ করেন আবার অনেকে অপছন্দ করে।
চিংড়ি মাছ হল সেই মাছ, যেটা অনেকে পছন্দ করেন আবার অনেকে অপছন্দ করে।
কিন্তু এই চিংড়ি মাছকে জলের পোকা বলা হয়। কারণ এই মাছ দেখতে অনেকটাই পোকার মত।