BY- Aajtak Bangla
24th July, 2024
কুকুর ভালবাসুন কিংবা ভয় পান, কুকুরের কামড়ের প্রভাব কিন্তু সব শরীরেই সমান।
তাই কুকুর ভালবাসলেও তার কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে ও কামড়ানোর পরেও বিষ নষ্ট করতে কিছু পদক্ষেপ করতেই হয়।
কুকুর কামড়ালে তাই কিছু খাবার থেকে দূরে থাকাই মঙ্গল। কিন্তু অনেকেই এই বিষয়গুলি জানেন না।
তাই জেনে নিন কুকুর কামড়ালে ঠিক কোন কোন খাবার খাবেন না।
কুকুর কামড়ানোর পর ভুলেও মিষ্টিজাত কোনও খাবার খাবেন না। এতে ক্ষতস্থান শোকাতে সময় লাগবে। কারণ মিষ্টি বা চিনিতে ব্যাকটেরিয়া বেড়ে যায়। সংক্রমণের ঝুঁকি থাকে।
মশলাদার খাবারও এই সময় এড়িয়ে চলা উচিত। কারণ এতে ব্যথা বাড়তে পারে। উপরন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কার ঝাল শরীরে প্রদাহের সৃষ্টি করে।
এই সময় মদ একদমই খাবেন না। এতে ক্ষত সারতে সময় লাগবে।
প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ক্র্যাকার এবং ফাস্ট ফুডে লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি বেশি হতে পারে। এই খাবারগুলি শরীরে প্রদাহ বাড়াতে পারে এবং নিরাময়কে ধীর করে দিতে পারে।
কাঁচা বা কম সেদ্ধ খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা কুকুরে কামড়ানোর ক্ষতকে বাড়িয়ে দিতে পারে।
কুকুরে কামড়ানোর পর ক্ষত যদি তাড়াতাড়ি সারাতে চান তবে পনির, দুধ, দই এই দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। এমনকী টক খাবারও এই সময় না খাওয়াই ভাল।