20 JULY 2025
BY- Aajtak Bangla
অনেক সময়ে চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের এমন অনেক প্রশ্ন আসে যা ঘাবড়ে দেওয়ার মতো।
প্রশ্ন খুব সহজ হলেও উত্তর সহজে মাথায় আসে না।
ঠিক তেমনই অনেকেই হয়তো বলতে পারবেন না কোন ফলকে অমৃত বলা হয়।
প্রচুর গুণ থাকায় আমলকিকে বলা হয় অমৃত।
আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-সি। যার জন্য সর্দি-কাশি থেকে মুক্তি দিতে এর জুড়ি মেলা ভার।
হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আমলকি। পেটের সমস্যা মেটাতেও উপকারী ফল এটি।
নিয়ম করে এই ফল খেলে হজমের সমস্যা নির্মূল হতে পারে। ইমিউনিটিও বাড়ায় আমলকি।
আমলকি ওজন কমাতেও সহায়ক। এটি খেলে মেটাবলিজম ঠিক থাকে।