BY- Aajtak Bangla
09 AUGUST, 2024
প্লেনে ওঠার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে। তবে সাধারণভাবে প্লেনে বিভিন্ন ফল ও শুকনো খাবার নিয়ে ওঠার ক্ষেত্রে নিষেধ নেই।
যদিও এই সমস্ত ফলের মধ্যে নারকেল নিয়ে কখনই প্লেনে ওঠা যায় না। এর কারণ শুনলে চমকে যাবেন।
শুকনো নারকেলের শাঁসকে বিপজ্জনক বলা হয়েছে। দাহ্য ও ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
আসলে নারকেলের মধ্যে থাকা তেল দাহ্য বলে নিয়ে যেতে বাধা দেওয়া হয়।
তবে ডাব নিয়ে গেলে কোনও সমস্যা হয় কিনা তা জানা যায়নি।
প্লেনে ওঠার সময় কেবিন ব্যাগ বা সঙ্গে থাকা ব্যাগে শুকনো নারকেল, মাছ, মাংস, লঙ্কার আচার এই ধরনের খাবারে নিষেধাজ্ঞা থাকে।
না জানলে বিমানবন্দরে গিয়ে হেনস্তার মুখে পড়তে হতে পারে।