9th June, 2024
BY- Aajtak Bangla
সামনেই জামাইষষ্ঠী। বিশেষ দিনে জামাইরা শ্বশুরবাড়ি যান। জামাইয়ের মঙ্গল কামনায় পুজো করেন শাশুড়ি।
দেদার খাওয়া দাওয়া তো থাকেই। সঙ্গে চলে উপহার বিনিময়ের পালাও। বিশেষ দিনে শ্বশুরবাড়ির তরফে উপহার দেওয়া জামাইকে।
আবার জামাইও শাশুড়িকে উপহার দিয়ে থাকেন। তবে বেশ কিছু উপহার এমন আছে যেগুলো কখনও শাশুড়িকে দিতে নেই।
শাশুড়িকে কখনও কোনও দেবতার মূর্তি উপহার দিতে নেই। এতে যে ব্যক্তি উপহার দিচ্ছেন, তাঁর উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
তবে গণেশের মূর্তি উপহার দিতে পারেন। তাহলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। বাস্তু সমস্যা দূর হবে। লাফিং বুদ্ধও দিতে পারেন উপহার হিসেবে। অন্য কোনও মূর্তি দেবেন না।
অ্যাকোয়েরিয়াম, ঝরণা, কচ্ছপ এই জাতীয় কোনও উপহার শাশুড়িকে দেবেন না। এমন উপহার দিলে আর্থিক সমস্যায় পড়তে হয়।
রুমাল, পেন কখনও শাশুড়িকে উপহার দেবেন না। এতে দুই পরিবারেরই শান্তি বিঘ্নিত হবে। এই দুই উপহার সম্পর্ককে আলগা করে দেয়।
তবে শাড়ি বা যে কোনও রকমের পোশাক কাউকে দেওয়া শুভ। তাই শাশুড়িমাকে শাড়ি বা তার পছন্দের পোশাক দিতে পারেন।
আবার রুপোকে অত্যন্ত শুভ বলে করা হয়। তাই কাউকে রুপোর জিনিস উপহারে দিলে, সেই ব্যক্তির উন্নতির পাশাপাশি তিনি সুস্বাস্থ্যেরও অধিকারী হন।