8 SEP 2025

BY- Aajtak Bangla

ফলের রাজা তো আম, ফলের রানি কে জানেন?

শুনেই নিশ্চয়ই অবাক হচ্ছেন। ভাবছেন ফলের আবার রানি আছে নাকি?

ফলের রাজার মতো ফলের রানিও রয়েছে। ফলের রাজা আম। তার সঙ্গে বেশ মিলও রয়েছে ফলের রানির।

আমের সঙ্গে শুধু নামের নয়, মিল রয়েছে স্বাদেরও।

৯৯% মানুষেরই জানা নেই, ফলের রানি আসলে কোন ফল।

ফলের রানি হল ম্যাঙ্গোস্টিন ফল। কী ভাবছেন? নাম শোনেননি কখনও?

মূলত থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেই সবচেয়ে বেশি পাওয়া যায় ম্যাঙ্গোস্টিন। 

আবার এই ম্যাঙ্গোস্টিনই হল থাইল্যান্ডের জাতীয় ফল।